About Us

আত্মার সম্পর্কই পৃথিবীর সর্বোৎকৃষ্ট সম্পর্ক । সহজ সরল ও সত্য ভালবাসাই এই সম্পর্কের মূল উপাদান । আমরা যারা nodirmach.com এর সাথে রয়েছি, আমাদের সম্পর্কের বন্ধনটা ঠিক এমনই । সেখান থেকেই nodirmach.com এর সৃষ্টি ।

একদিন প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে আমরা একটি ট্রলারে করে বড় নদী পাড়ি দিচ্ছিলাম । নদীর ঢেউ এতই উত্তাল ছিল যে আমাদের মনের মাঝে বাঁচা-মরা নিয়ে সন্দেহ উঁকি দিচ্ছিল । জীবন বাঁচাবার তাগিদে পাড়ের দিকে আসার সময় দেখলাম একটা আট বছরের ছেলে শিশু একা প্রাণপণে নদীতে থাকা মাছ ধরার জাল নৌকায় উঠানোর চেষ্টা করছে । কিন্তু জাল নদীর নীচে কোন কিছুর সাথে আটকে থাকার কারনে সে জাল তুলতে পারছেনা । পাশ দিয়ে যাবার সময় আমরা তাকে বললাম,”পাড়ে আসছ না কেন?” ছেলেটি বলল, “আমার কপালডা আপনাগো মতন না !” ছেলেটি আবার জাল উঠানোর কাজে ব্যস্ত হয়ে গেল। অবস্থা দেখে মনে হচ্ছে নদীর উত্তাল ঢেউয়ে যে কোন মুহূর্তে নৌকাটি পানির নিচে তলিয়ে যাবে। কিন্তু সেদিকে পরোয়া না করে ছেলেটি জাল উঠানোর চেষ্টা করে যাচ্ছে। নদীর আবহাওয়া যতই খারাপ হোক না কেন সে কোনও ভাবেই বাড়িতে ফিরে যেতে পারবে না। কারন সে জানে ঐ জালই তাদের পরিবারের জীবন চালানোর একমাত্র সম্বল। মাত্রাতিরিক্ত ঋণের বোঝায় বেশির ভাগ জেলেদের জীবনের বাস্তব চিত্রটা ঠিক এমনই বা এর থেকেও ভয়াবহ। মধ্যসত্ত্বভোগীরাই মাছের অধিকাংশ মূল্য নিয়ে নেয়। ঠিক যেমন পদ্মানদীর মাঝি সিনেমার গল্পের মত।

সমগ্র বিশ্বে একমাত্র আমরাই নদীমাতৃক দেশ। বিশ্বের অন্য কোন দেশে আমাদের দেশের মত নদীর মাছের দেখা মেলে না। নদীর মাছ হল স্বাদের প্রাণ। এর কোন মূল্য হতে পারেনা। জীবন বাজি রেখে আমাদের জেলে ভাইয়েরা এই মাছ সংগ্রহ করে আমার আপনার জন্যে। এর বিনিময়ে মধ্যসত্ত্বভোগীদের কাছ থেকে যে মূল্য তারা পায় তা খুবই নগণ্য।

আমাদের nodirmach.com এর উদ্দেশ্য খুবই সহজ সরল এবং সুন্দর। আমরা nodirmach.com এর মাধ্যমে আমাদের জেলে ভাইদের কাছে তাদের প্রাপ্য মূল্যটুকু পৌঁছে দিতে চাই এবং পরিপূর্ণ সততার সাথে জীবন যুদ্ধে ছুটে চলা ঢাকা বাসীর ঘরে ঘরে পৌঁছে দিতে চাই অকল্পনীয় স্বাদের নদীর মাছ। আমরা সত্যবাদী, আমরা কথা দিয়ে কথা রাখি।